আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ  © সংগৃহীত

আফগানদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। তাই এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। হারলেই এশিয়া কাপ শেষ। 

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট। তাই এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। ম্যাচে জয় পেলেও সুপার ফোর নিশ্চিত হবে না। তার জন্য তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। সে ম্যাচেও যদি আফগানরা হারে তবেই সাকিবদের মিলবে সুপার ফোরের টিকিট।

এবারের এশিয়া কাপে দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে নাম লেখাবে। দলগুলোর পয়েন্ট সমান থাকলে অবস্থান নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানেই জিততে হবে। কারণ প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হারের পর টাইগারদের রানরেট ঋণাত্মক পর্যায়ে রয়েছে। 

এদিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে না। শ্রীলঙ্কার কাছে আফগানদের হারের অপেক্ষায়ও থাকতে হবে টাইগারদের। তাহলে বাংলাদেশকে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে যেতে হবে না, সরাসরিই গ্রুপপর্ব পেরিয়ে সুপার ফোরে যাবে সাকিব-তাসকিনরা।  

আগামী ৫ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। লঙ্কানদের সাথে আফগানরা জয় লাভ করলে বাংলাদেশকে দেশে ফেরা টিকিট ধরতে হতে পারে। কেননা গ্রুপের তিন দলেরই দুই করে পয়েন্ট হবে তখন। সেক্ষেত্রে সুপার ফোর পর্বে যাওয়ার নির্ধারক হয়ে উঠবে নেট রানরেট। সেখানেই বাদ পরতে পারে সাকিবরা। কেননা শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে হারিয়ে নেট রানে অনেক পিছিয়ে রয়েছে। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য:একাদশ: নাঈম শেখ, মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ


সর্বশেষ সংবাদ