একাই আফগানদের উড়িয়ে দিলেন হারিস রউফ, ৫৯ রানে অলআউট

হারিস রউফের অগ্নিঝড়া বলিংয়ে টিকতে পারেনি আফগান ব্যাটাররা
হারিস রউফের অগ্নিঝড়া বলিংয়ে টিকতে পারেনি আফগান ব্যাটাররা   © সংগৃহীত

পাকিস্তানের দেয়া মাত্র ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে হ্যারিস রউফের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড আফগান শিবির। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে লজ্জাজনক হারের মুখ দেখে আফগানিস্তান। অল্প রানের পুঁজি নিয়েও সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। হারিস রউফের আগুনে বোলিংয়ে ১৯.২ ওভারেই গুটিয়ে যায় রশিদ-নবির দল।

২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি আফগান ব্যাটাররা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ আর সাত নম্বরে নামা আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। এ দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেনি। চারজন আউট হয়েছেন শূন্য রানে। বল হাতে বিধ্বংসী হারিস রউফ ১৮ রানেই নিয়েছেন ৫টি উইকেট। ৯ রানে ২ উইকেট শিকার শাহিন শাহ আফ্রিদির।

এর আগে, পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। ৪৭.১ ওভারে তারা অলআউট হয় মাত্র ২০১ রানে। 

ব্যাট হাতে ইমাম-উল-হক সর্বোচ্চ ৬১ রান করেন। ৯১ বল খেলে ২ চারে এই রান করেন তিনি। শাদাব খানের ব্যাট থেকে আসে ৩৯ রান। আর ইফতিখার আহমেদ ২ চারে করেন ৩০ রান। বল হাতে আফগানিস্তানের মুজিব উর রহমান ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও রশিদ খান। 


সর্বশেষ সংবাদ