মেসিদের ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১০:১৬ AM

প্রথমবারের মতো ইতিহাস গড়ে লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। আগামী ২০ আগস্ট নাশভিলের মুখোমুখি হবে মেসির নেতৃত্বাধীন ক্লাবটি। আর এ ম্যাচে টিকিটের মূল্য রীতিমতো আকাশ ছুঁয়েছে। যাঁর মূল্য ১৩ লাখ টাকার কিছু বেশি। ইন্টার মায়ামির এই বাঁকবদ মেসির ছোঁয়ায়। মায়ামিতে মেসি আসার আগে যে দলটা সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ১টি জিতেছিল, সেই দলই তাঁর ভেলায় চড়ে টানা ৬ ম্যাচ জিতে পৌঁছে গেছে লিগস কাপে ফাইনালে। মেসির জন্যই যে এ উন্মাদনা, তা বলার অপেক্ষা রাখে না।
রোববার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে নাশভিলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সে ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬০ ডলার (৫০ হাজার টাকা)। আর সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ১১ হাজার ৯০০ ডলার (১৩ লাখ টাকার কিছু বেশি)। সবচেয়ে দামি টিকিটের আসনটা মেসিদের ডাগআউটের ঠিক পেছনেই। এরপরও টিকিট পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা।
জিওডিস পার্ক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। তবু একটা টিকিটের আশায় বহু মানুষ বিক্রেতা প্রতিষ্ঠানে ফোন করছেন। মায়ামি থেকে আসা অনেকে নাশভিল সমর্থকদের কাছ থেকে আরও বাড়তি দামে টিকিট কিনছেন।
আরও পড়ুন: নেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের দল ঘোষণা
মেসিদের অ্যাওয়ে ম্যাচে টিকিটের এমন চাহিদা এটাই প্রথম নয়, ৬ আগস্ট ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটে শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফুটবলে সেটাই ছিল প্রতিপক্ষের মাঠে মেসির প্রথম ম্যাচ। বিপুল লাভের আশায় প্রতিপক্ষের সমর্থকেরা অবলীলায় নিজেদের টিকিট মায়ামির সমর্থক ও মেসির ভক্তদের কাছে বিক্রি করেছেন। গ
যুক্তরাষ্ট্রের মাটিতে মেসির প্রথম ট্রফি জয়ের মুহূর্তটির সাক্ষী হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না আমেরিকান ফুটবল ভক্তরা। তাই টিকিটের চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে। দুই মাস আগে হওয়া ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের চেয়েও মেসির এ ফাইনালের টিকিটের দাম বেশি।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম দামের টিকিট ছিল ৭৭ দশমিক ৫০ ডলারের। নাশভিল বনাম ইন্টার মায়ামি ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট মিলছে ৪৮৪ দশমিক ৪৫ ডলারে। সবচেয়ে ভালো সিটগুলো বিক্রি হচ্ছে ১২ হাজার ৭৫ ডলারে!