সৌদিতে আজ রোনালদোর ‘প্রথম’ ট্রফি জয়ের মিশন

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠে আল নাসর। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের ৪১ বছরের ইতিহাসে যে দলটা কখনোই ফাইনালে উঠতে পারেনি, ক্রিস্টিয়ানো রোনালদোর বদৌলতে তারাই পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে। এ শিরোপা জিতলে সৌদি আরবে প্রথম শিরোপার স্বাদ পাবেন পর্তুগিজ সুপারস্টার। 

শনিবার (১২ আগস্ট) মাঠে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে, সৌদি আরবে যা রোনালদোর প্রথম শিরোপা জয়ের মিশন। আল হিলালের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

চলতি আসরে চার গোল দিয়ে সর্বোচ্চ গোলস্কোরার এখন সিআরসেভেন। সেমিফাইনালে রোনালদোর একমাত্র গোলে আল-শরতাকে হারিয়ে টুর্নামেন্টটিতে প্রথমবার ফাইনালে উঠে তার দল। 

আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ, নেই মাহমুদউল্লাহ

ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ লা লিগা নিয়ে সমর্থকের মধ্যে যে উত্তেজনা দেখা যায়, সে তুলনায় সৌদি লিগ পিছিয়ে আছে অনেকখানি। তবে ফুটবলের ক্রিস্টিয়ানো রোনালদোকে যেখানে হোক না সেটা সৌদি লিগ। সমর্থকদের মধ্যে নিজেদের আইডলের দলের ফাইনাল খেলা দেখা নিয়ে আগ্রহে ভাটা পড়েনি একটুও।

ফুটবল

কিছুদিন আগেই লিভারপুল থেকে আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। যাকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন রোনালদো। সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানেরাও ছিলেন উজ্জ্বল। দুই তারকার মিশেলে আল নাসর শিরোপা নিজেদের ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার পালা।


সর্বশেষ সংবাদ