২৫ জুলাই ২০২৩, ২১:৪২

ঢাবিতে ফুটবল খেলা উপভোগ করলেন জামাল ভূঁইয়া-তপু বর্মন

ঢাবিতে ফুটবল খেলা উপভোগ করলেন জামাল ভূঁইয়া-তপু বর্মন
খেলা শেষে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শেখ কামাল আন্তঃবাসরুট ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর খেলা উপভোগ করতে এসেছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার তপু বর্মন। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আসেন এই দুই ফুটবল তারকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ‘তরঙ্গ’ বনাম ‘উয়ারী বটেশ্বর’ ফুটবল দল। টাইব্রেকারে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘তরঙ্গ’ ফুটবল দল। ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ হচ্ছে তরঙ্গ টিমের গোলরক্ষক 'সিয়াম'।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অনান্যরা।

টুর্নামেন্টে মোট ১৬টি টিমের খেলা হয় চারটি গ্রুপে। দলগুলো হলো– তরঙ্গ, চৈতালি, বসন্ত, বিক্রমপুর, উয়ারী বটেশ্বর, কিঞ্চিৎ, ক্ষণিকা, হেমন্ত, ফাল্গুনী, উল্লাস, শ্রাবণ, ঈশা খা, আনন্দ, মৈত্রী, বৈশাখী ও ইদ্রাকপুর।