২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৩, ০৮:২৮ AM
২০১৩ সালের পর অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে হারেননি নোভাক জোকোভিচ। তাকে হারিয়েই ২০ বছর বয়সেই উইম্বলডনের ট্রফি হাতে তুললেন কার্লোস আলকারাজ। প্রথমবারের মতো উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়ে গেলেন স্প্যানিশ তরুণ। অথচ প্রথম সেটটা বাজেভাবেই হেরেছিলেন আলকারাজ।
৪ ঘণ্টা ৪২ মিনিট লড়াই শেষে ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন আলকারাজ। জোকোভিচকে তিনি হারিয়েছেন ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে। ২০২১ সালে প্রথমবার মূল পর্বে খেলা আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। গত বছর ইউএস ওপেনে জিতেছিলেন প্রথমটি।
আগের মাসে রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে বয়সে ১৬ বছরের বড় জোকোভিচের কাছে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন আলকারাজ। তবে এবার বেশি মানসিক প্রস্তুতি নিয়ে এসেছেন আলকারাজ। ফাইনালে সেটির প্রমাণই পাওয়া গেল। প্রথম সেট হারার পরও দারুণ প্রত্যাবর্তন করেন।
সবকিছু বদলে যায় দ্বিতীয় সেটে। জমজমাট সেই দ্বিতীয় সেটটি আলকারাজ টাইব্রেকারে জেতেন ৮-৬ পয়েন্টে। তৃতীয় সেটটা নিজের করে নিতে সময় নেননি আলকারাজ। জোকোভিচ ম্যাচে ফেরেন সেটটা জিতে। তবে আর ঘুরে দাঁড়াতে পারেননি। শেষ সেটে মেজাজ হারিয়ে র্যাকেটও ভাঙলেন।
এবারের উইম্বলডনটা জিতলে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল জোকোভিচের। ৩৬ বছর বয়সী সার্বিয়ানের সুযোগ ছিল বেশি উইম্বলডন পুরুষ একক জয়ে রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসানোরও। কিন্তু তা হলো না।