শুরুতেই বিপর্যস্ত আফগানরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ১৬ জুন ২০২৩, ০৫:৪২ PM
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭ রান তুলতেই দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছে আফগানরা। এর মধ্যে। প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে ফেরান প্রেশার শরিফুল ইসলাম। আরেক আফগান ওপেনার আবদুল মালিকও দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের বলে ধরাশয়ী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেটে ২৭ রানে ব্যাট করছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের প্রথম ইনিংসেই বাংলাদেশের করা ৩৮২ রানের জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানরা। বাংলাদেশের সামনে চলে আসে ফলো অন করানোর সুযোগ। কারণ ২৩৬ রানের লিডে বাংলাদেশ। কিন্তু তা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়ে টাইগাররা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪২৫ রান তোলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ততক্ষণে আফগানিস্তানের সামনে ৬৬২ রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়ে যায়।
সর্বশেষ ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুমিনুল হক। দুই বছর পর আবারো ম্যাজিক ফিগারের দেখা পেলেন এই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে এটি মুমিনুলের ১২তম সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি তার। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি করে সেঞ্চুরি আছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দুই সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরিও এসেছে দুইটি। ওপেনার জাকির হাসান আউট হয়েছেন ৭১ রান করে। আর অধিনায়ক লিটন দাস অপরাজিত ছিলেন ৬৬ রানে।
দ্বিতীয় দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। আগের দিনে ৫৪ রান করে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান এদিনও খেলতে থাকেন ওয়ানডে স্টাইলে। দুজনে দেড়শ রানের জুটি পূর্ণ করেন মাত্র ১৬৬ বলে। তবে ১৯১ রানের মাথায় জাকির ফিরলে ভাঙে ১৭৩ রানের জুটি। ৯৫ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করে ফেরেন জাকির।
চার নাম্বারে মাঠে নামেন মুমিনুল হক। জাকির ফিরলেও আগের গতিতেই রান তুলতে থাকেন মুমিনুল ও শান্ত। প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন শান্ত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় জায়গা করে নেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি। এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন সাগরপাড়ের ছেলে মুমিনুল। সেই টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। মাঠে বসেই নিজের রেকর্ড শান্তকে স্পর্শ করতে দেখলেন মুমিনুল। বাংলাদেশ মধ্যাহ্ন বিরতিতে যায় ২ উইকেটে ২৫৫ রান নিয়ে।