আল হিলালকে অপেক্ষা করতে বললেন মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:৩১ PM
পিএসজির হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার নামীদামী ক্লাবগুলো মেসিকে দলে ভেড়াতে উঠে পরে লেগেছে। মেসির দলবদল নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। একবার গুঞ্জন শোনা যায় মেসি বার্সেলোনায় যাচ্ছেন, আবার শোনা যায় সৌদি ক্লাব আল হিলালে। তবে এবার মেসিই জানিয়ে দিলেন সৌদি ক্লাবটিকে এক বছরের জন্য অপেক্ষা করতে।
সোমবার (৫ জুন) বার্সেলোনার সভাপতির সঙ্গে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বৈঠক করেছেন। তবে তখন জানানো হয়েছিল কোনো ইতিবাচক আলাপ হয়নি তাদের মাঝে। তবে তখন মেসির বাবা জানিয়েছিলেন, তিনি নিজেও চান তার ছেলে বার্সেলোনার হয়ে খেলুক। তবে প্রত্যাশামতো বার্সা সভাপতির সঙ্গে আলাপ না হওয়ায় সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেয়াটা মেসির জন্য সময়ের ব্যাপার ছিল।
তবে তারই মধ্যে চলে আসে আরেকটি বিস্ফোরক সংবাদ। গোল ডটকম মেসির ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানতে পেরেছে, আল হিলালের কর্মকর্তাদের মেসি জানিয়েছেন, তিনি সৌদি আরবে যেতে চান এক বছর পর। তবে কেন এক বছর অপেক্ষা করতে বলা হয়েছে সৌদি ক্লাবটিকে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হয়তো মেসি নিজেও চান একটি মৌসুম বার্সার জার্সিতে খেলতে।
এদিকে মেসির আল হিলালকে অপেক্ষা করার বিষয়টি শুনে অবাক হয়েছেন সৌদি প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, যদি মেসি এক মৌসুম পর সৌদি আরবে ফেরে, তাহলে তাকে বর্তমানে যে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়েছে তা আর থাকবে না।
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইট– 'বার্সায় ফিরতে চান মেসি এবং আমারও ভালো লাগবে সেখানে তাকে দেখতে: হোর্হে মেসি।' মেসির বাবার বরাত দিয়েই তিনি টাটকা খবর দিয়েছেন এই বলে যে, গতকালই নাকি বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা এবং একই সঙ্গে তার এজেন্ট হোর্হে মেসি। ইতালিয়ান সাংবাদিকের ইঙ্গিত কিছু ছাড় দিয়ে হলেও মেসি বার্সায় ফিরবেন।
আরও পড়ুন: বন্ধু মেসির বিদায় ম্যাচে মাঠে হাজির নেইমার
মেসির প্রত্যাবর্তনে বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। তবে সেই মেঘ কেটেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ। তারপরেও বার্সায় মেসির ফেরার ব্যাপারে আর্থিক অঙ্কটাই বড় অন্তরায়।
লিওনেল মেসি পিএসজিতে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতন পেতেন। সৌদির ক্লাব আল হিলাল সেখানে তা'কে বছরে ৫০০ মিলিয়নের প্রস্তাব দিয়েছে। আর্থিক দূরাবস্থার কারণে বার্সা অতো বেতন তাকে দিতে পারবে না। বার্সার হাতে আছে মাত্র ২৫ মিলিয়ন। তার পরও কিছু ফুটবলারকে বিক্রি করে বার্সা বড়জোর ৫০ মিলিয়ন জোগাড় করতে পারবে মেসির জন্য। আর এখানেই সিদ্ধান্তটা মেসির– তিনি কি কম বেতনে ফিরে আসবেন তার প্রিয় ক্লাবে।
মেসির নতুন এই প্রস্তাব এবং তার বাবার চাওয়া অনুসারে খুব শিগগিরই বার্সায় যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক দিন ধরেই কাতালান ক্লাবটিতে ফেরার বিষয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।