আইপিএলে ম্যাচ প্রতি কত টাকা পান চিয়ারলিডাররা
চলছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। করোনার কারণে লোক সমাগম কমিয়ে ফেলা হলেও আবারো নিজের পুরোনো রুপে ফিরেছে আইপিএল। শুক্রবার (৩১ মার্চ) জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে এবারের আসরের।
মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের নানা বিষয়ে বেড়েছে এই লিগের চমক। দর্শকদের সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে এ বারের আইপিএলে আবারো মাঠে ফিরেছেন প্রত্যেক দলে চিয়ারলিডার। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে, মাঠের ধারে দাঁড়িয়ে নিজেদের দলকে সমর্থন করছেন তারা। রঙিন জামাকাপড় পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের প্রত্যেক চার-ছক্কা কিংবা বোলারদের উইকেটে নাচতে দেখা যায় তাদের।
দর্শক এবং খোলোয়ারদের মাতিয়ে রাখা এসব চিয়ারলিডাররা আইপিএলে ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। এ ছাড়া দল জিতলে আলাদা করে বোনাস পান তারা। এবার মোট ৩৮ জন বিদেশি চিয়ারলিডার কাজ করছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। যাদের অধিকাংশই এসেছেন রাশিয়া, ইউক্রেন, বেলজিয়াম এবং নরওয়ে থেকে। প্রতিটা ম্যাচের জন্য বেশ মোটা অঙ্কের টাকা পান চিয়ারলিডাররা। দেখে নিন কোন দলের চিয়ারলিডারের আয় কত?
এবারের আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে ৩৩ হাজার টাকা পান কলকাতার চিয়ারলিডাররা। দলের জার্সির সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয় তাদের পোশাক।
আরও পড়ুন: রিচার্স এ্যাসিটেন্ট ফেলোশিপ দিচ্ছে রাবি।
এবারের আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে ২৫-৩৩ হাজার টাকা পান কলকাতার চিয়ারলিডাররা। দলের জার্সির সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয় তাদের পোশাক।
দ্বিতীয়স্থােনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের দলে দেখা মেলে সবচেয়ে মেধাবী এবং সুন্দর চিয়ার গার্লদের। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রতিটি মেয়ে উপাজর্ন করে ২০-২৬ হাজার টাকার বেশি।
চিয়ারলিডারের পেছনে প্রচুর অর্থ খরচ করে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও। চিয়ারলিডার প্রতি ২০-২৬ হাজারের বেশি খরচ করেন তারা। এর পাশাপাশি ম্যাচ জিতলে বোনাস মানিও পান তারা।
রাজস্থান রয়্যালসের চিয়ারলিডাররা প্রতিটি ম্যাচের জন্য ১৫-২০ হাজার টাকা করে পান। আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুমে খেলা লখনৌ সুপার জায়ান্টস, তারাও চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ১৫- ২০ হাজার টাকা করে দেয়।
সবচেয় কম পান পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের চিয়ারলিডাররা। ম্যাচ প্রতি তাদের দেয়া হয় ১২-১৬ হাজার টাকা।