দেশে ফিরেই অনুশীলনে সাকিব

  © সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যান সাকিব আল হাসান। দোকানটির মালিক হত্যার মামলার পলাতক এক আসামির, যা নিয়ে চলছে নানা সমালোচনা। তবে দেশে ফিরে শুক্রবার সকালে সিলেট পোঁছান সাকিব। এসেই দলের সাথে অনুশীলনে যোগ দিলেন তিনি।

গত রাতে দুবাই থেকে ঢাকায় ফেরেন সাকিব। এদিন সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানি বিমানবন্দরে পা রাখেন তিনি। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় অনুশীলন সেশনে যোগ দেন তিনি।

আরও পড়ুন: দ্বিধায় থাকলেও চেষ্টায় কমতি ছিলো না নাফিসের

তবে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার চেয়ে বেশি আলোচনা হচ্ছে দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে। ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার তৎকালীন পরিদর্শক মামুন এমরান খানকে হত্যা করে ভারতে পালিয়ে যান সেই রবিউল ওরফে আরাভ।

এদিন বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় সকাল ১০টায়। সাকিব ঢোকেন একটু পরই। ঢুকেই সোজা চলে যান উইকেট দেখতে।

অনুশীলনে দলের সবার সাথে ফুটবল খেলায় যোগ দেন সাকিব।   ফুটবল খেলা শেষ হতেই হাথুরুসিংহের সঙ্গে উইকেট দেখতে যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। একটু পর সাকিবকেও সেখানে ডেকে নেন তারা।

অতঃপর পশ্চিম প্রান্তের নেটে বোলিং অনুশীলনে যোগ দেন বাঁহাতি সাকিব। লিটন কুমার দাস বিপরীতে বোলিং করতে দেখা যায় সাকিবকে। বোলিং অনুশীলন শেষে নেটে ব্যাটিং করে অনুশীলন শেষ করেন সাকিব।

 


সর্বশেষ সংবাদ