০৩ মার্চ ২০২৩, ১১:০০

নতুন তিন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড

নতুন তিন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড  © সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনজন নতুন ক্রিকেটার। চট্টগ্রামে হতে যাওয়া প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে নতুন মুখ এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার তানভীর ইসলাম, বিপিএলে নিজেদের মেলে ধরা টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয় ও পেসার রেজাউর রহমান রাজা।

বাঁহাতি স্পিনার তানভীর দারুণ বোলিং করেছেন বিপিএলে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ১৮ উইকেট নিয়েছেন ২০ ওভারের টুর্নামেন্টে। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে তৌহিদ হৃদয় ১৩ ম্যাচে ৪০৩ রান করেন। সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহমান রাজা ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। বিপিএলে পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন রংপুর রাইডার্সের হয়ে ওপেন করা রনি তালুকদার। 

২০২১ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা শামিম হোসেন পাটওয়ারিও স্কোয়াডে ফিরেছেন বিপিএলের শেষ দিকে নজর কেড়ে। তাদেরকে জায়গা ছেড়ে দিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

৩২ বছর বয়সী রনি তালুকদার ২০১৫ সালে খেলেছিলেন দেশের পক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে। যেখানে ২২ বলে ২১ রান করেছিলেন তিনি, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেশের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলে ফেলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম হোসেন পাটোয়ারী রংপুর রাইডার্সের হয়ে দারুণ বিপিএল কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন।

আগামী ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ।

আরও পড়ুন: আজ সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।