ফাইনালে শান্তর সামনে তিন রেকর্ড

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ফাইনাল দিয়ে। বিপিএলে তিনবার ফাইনাল খেলে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে সিলেট।

বিপিএলের নবম আসরে তরুণ ক্রিকেটাদের কাঁধে ভর করে ফাইনালে ওঠেছে সিলেট। আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩টি অর্ধশতকে ৩৭.৬৬ গড়ে ৪৫২ রান সংগ্রহ করেছেন এই ওপেনার ব্যাটার।

ফাইনালে শান্তর সামনে রয়েছে বেশকিছু রেকর্ডের হাতছানি। ফাইনালে মাত্র ৪০ রান করলেই শান্ত হয়ে যাবেন বিপিএলে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৯/২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৪৯১ রান করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

এছাড়াও শান্তর সামনে সুযোগ রয়েছে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছোঁয়ার। ৫০০ রানের মাইলফলক ছুঁতে ফাইনালে শান্তকে করতে হবে ৪৮ রান। বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর দখলে। রুশোকে ছাড়িয়ে যেতে ফাইনালে শান্তকে করতে হবে কমপক্ষে ১০৭ রান।   


সর্বশেষ সংবাদ