টাইগার শিবিরে দুঃসংবাদ,আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মিরাজ

ব্যাথা পেয়ে মাঠ ছাড়ছেন মিরাজ
ব্যাথা পেয়ে মাঠ ছাড়ছেন মিরাজ   © সংগৃহীত

তাসকিনের বাউন্সারে ব্যাট চালিয়ে দিয়েছিলেন শ্রেয়াস। লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারলেন না মিরাজ। ধরতে পারলে সেরা ক্যাচ হয়ে থাকতো নিঃসন্দেহে। উল্টো পড়ার সময় নাকে আঘাত পান তিনি, রক্তও পড়তে দেখা যায়। গুরুতর আঘাত পেয়ে পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই স্পিনিং অলরাউন্ডার।

এদিকে, শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। লাঞ্চ বিরতির আগেই তিন সফরকারীদের সাজঘরে পাঠিয়ে দেন তাইজুল ইসলাম। 

আরও পড়ুন: কোহলিকে সাজঘরে ফেরালেন তাসকিন

শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তাইজুল। ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লিউর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে তাতে সফল হয় বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারেই ভারতের আরেক ওপেনারকে একইভাবে আউট করেন তাইজুল।

এরপর পূজারাকে আউট করে সেশনটা নিজেদের করে নেন তিনি।  শেষমেশ কোহলির উইকেটটাও তুলে নিলেন পেসার তাসকিন। অফ স্টাম্পের বাইরে শট লেংথ বলে খোঁচা মেরেছিলেন কোহলি। সহজ ক্যাচ তালুবন্দি করতে ভুল করলেন না উইকেটকিপার সোহান। 

এর আগে চট্টগ্রাম টেস্টে ব্যর্থতার পর সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 


সর্বশেষ সংবাদ