নকআউট পর্বে আজ মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া

আজ মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া
আজ মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া  © সংগৃহীত

কাতার বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে হেরে গ্রুপ পর্যায় থেকে বাদ পড়ায় শঙ্কায় পড়ে গিয়েছিলো লিওনেল স্কলানির দল আর্জেন্টিনার। শেষ পর্যন্ত সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে টানা দুই জয়ে উঠেছে তারা নকআউট পর্বে। দুই জয়ের ৬ পয়েন্টে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। পূর্ণ কনফিডেন্স নিয়েই নকআউট শুরু করতে যাচ্ছে ৭৮ আর ৮৬’র চ্যাম্পিয়নরা। নকআউট পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

শনিবার (৩ ডিসেম্বর) আর্জেন্টিনা বনাম আস্ট্রেলিয়া নকআউট মুখোমুখি হচ্ছে। আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।

গত তিন ম্যাচে ওদের একাদশে এসেছে বেজায় পরিবর্তন। সম্ভাবনা আছে এই ম্যাচেও। লেফ্ট ব্যাকে অ্যকুনার পরিবর্তে খেলছেন তাগলিয়াফিকো এটা নিশ্চিত। মিডে স্ক্যালোনির ভরসা কুড়িয়েছেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস। বিশ্রামের গুঞ্জন থাকলেও প্রথম একাদশেই থাকছেন ডি মারিয়া। মেসির সঙ্গে পারফেক্ট নাইনে থাকবেন আলভারেজ।

এদিকে আর্জেন্টিনার মতো একই অবস্থানে অস্ট্রেলিয়া। অল্প সময়ে টানা খেলার ধকল আছে তাদেরও। তা ছাড়া ওরাও হার দিয়ে গ্রুপ পর্ব শুরু করে ব্যাক টু ব্যাক উইনে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তাই আত্মবিশ্বাসে ঘাটতি নেই সকারুজদের। সেটা কাজে লাগিয়েই বিশ্বকাপে সেরা ফলাফলের অপেক্ষায় গ্রাহাম আর্নল্ডের দল।

বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার। ভিন্ন প্রতিযোগিতায় গেল চার ম্যাচের সব কটিতেই হেরেছে সকারুজরা। তবে যুব দল নিয়ে টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা।

আরও পড়ুন: শেষ ষোলোতে কে কার মুখোমুখি

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয় ২০০৭ সালের টোকিও অলেম্পিক গেমে। সে ম্যাচে ১-০ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে আর্জেন্টিনা। নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তারা মোট ৭ট ম্যাচে মুখোমুখি হয়। ৫ট ম্যাচে জয় লাভ করে আলবিসেলেস্তেরা। অস্ট্রেলিয়ার জয়লাভ করে মাত্র একটি ম্যাচ। অপর ম্যাচটি ড্র হয়েছিল।

১৯৮৮ সালে প্রথম দেখা হয় আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। সে ম্যাচে অস্ট্রেলিয়া ৪-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।

আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে ৪-২ গোলে জিতেছিল। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বমোট ১৫ টি গোল করে। অস্ট্রেলিয়া আর্জেন্টিনার বিপক্ষে সর্বমোট ৭ টি গেল করে।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মুখোমুখি ৭ ম্যাচের মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছিল। সে ম্যাচটি ৩১ অক্টোবর, ১৯৯৩ সালে ১-১ গোলে ড্র হয়েছিল।

অস্ট্রেলিয়া শেষবার নকআউট পর্বে খেলেছিলো ২০০৬ বিশ্বকাপে। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন আসরে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল তারা।

অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিলেন মেসিরা। গ্রুপসেরা হতে না পারলে এবারো একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হতো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence