ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © ইন্টারনেট

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শুরুতেই হোঁচট খেয়েছে। টানা ৩৬ ম্যাচ জিতে বিশ্বকাপের আসরে পা রাখার পর  প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য হার। এরপর তাদের পার করতে হয়েছে কঠিন সময়। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে জায়গা করে নিতে পোল্যান্ডকে হারাতেই হবে, এমন সমীকরণে নেমেছিল মেসিরা। যদিও জিতে সে শঙ্কা কাটিয়েছে।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ২-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। মাঠে নেমেই দলের বড় তারকা লিওনেল মেসি এককভাবে রেকর্ডের অধিকারী হলেন। ছাড়িয়ে গেছেন প্রয়াত গ্রেট দিয়েগো ম্যারাডোনাকে।

আরো পড়ুন: দারুন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষে অস্ট্রেলিয়া

আগের ম্যাচে ৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে স্পর্শ করেছিলেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ম্যারাডোনার। পোল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নেমে মেসি এককভাবে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। দলের হয়ে ২২টি ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই।

তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার অধিকারী হতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। রেকর্ডটি আছে জার্মানির লোথার ম্যাথিউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। এ রেকর্ড ভাঙতে হলে আর্জেন্টিনাকে ফাইনাল খেলতে হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নতুন রেকর্ড গড়ার সুযোগ থাকবে। সাফল্য পেলেই রেকর্ডটি নিজের করে নিতে পারবেন।


সর্বশেষ সংবাদ