০১ ডিসেম্বর ২০২২, ০৮:০৫

দারুন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষে অস্ট্রেলিয়া

গোলের পর আর্জেন্টিনার খেলোায়াড়দের উল্লাস  © ইন্টারনেট

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর বাদ পড়ার ঝুঁকিতে ছিল আর্জেন্টিনা। তবে এরপর টানা দুই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে তারা। লিওনেল মেসিরা মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। দুই জয়ে ৬ পয়েন্টে তাদের।

আর্জেন্টিনা গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে এড়িয়েছে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিসের পর লিওনেল মেসি হতাশার পর স্তব্ধ আর্জেন্টাইন গ্যালারিও। ঘোষণা দিয়ে পেনাল্টি ঠেকিয়েছেন ভয়চেক সেজনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাক অ্যালিস্টারের গোল আসতেই যেন প্রাণ ফেরে আর্জেন্টাইন গ্যালারিতে। এরপর আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার দায়িত্ব নেন আলভারেস। ৬৮ মিনিটেই তাঁর চোখ ধাঁধানো গোলে ব্যবধান ২-০ করে আর্জেন্টিনা।

ম্যাচের আগে লিওনেল মেসির পেনাল্টি ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন পোল্যান্ডের গোলরক্ষক সেজনি। ৩৯ মিনিটে ঝাঁপিয়ে পড়ে ঠিকই শট ঠেকালেন তিনি। শুধু পেনাল্টিই নয়, প্রথমার্ধে একের পর প্রচেষ্টা একাই ঠেকিয়েছেন। তবে দ্বিতীয়ার্ধে পেরে ওঠেননি। হেরেও গ্রুপ শীর্ষ হওয়া আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড। অন্য ম্যাচে সৌদি আরবকে ২–১ গোলে হারিয়েও মেক্সিকোর যাওয়া হয়নি দ্বিতীয় পর্বে।

আরো পড়ুন: ফ্রান্সকে হারিয়েও শেষ ১৬-তে জায়গা হয়নি তিউনিসিয়ার

২০০৬ সালে অস্ট্রেলিয়া শেষবার দ্বিতীয় রাউন্ডে খেলে। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে  প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। এবার ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে উড়ে গিয়েছিল তারা। তবে তিউনিসিয়া ও ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা।

আর্জেন্টিনা গত বছর টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। পোল্যান্ড ম্যাচের প্রথম গোলের নায়ক ম্যাক অ্যালিস্টার খেলেছিলেন সেই ম্যাচে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ওরা অলিম্পিক গেমসে আমাদের হারিয়ে দিয়েছিল ২–০ ব্যবধানে। তবে বিশ্বকাপে সেই দল নয়, আমরাও একই দল নই। তবে ম্যাচটি সহজও হবে না বলেও মনে করেন তিনি।

ছয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে খেলবে পোল্যান্ডের বিপক্ষে। ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিলেন আর্জেন্টিনা। গ্রুপসেরা না হলেও এবারও একই প্রতিপক্ষ হতো মেসিদের।