সৌদি গোলকিপারকে ফ্ল্যাট দিতে চান বাংলাদেশি মেয়র

সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস
সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস  © ফাইল ছবি

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে সৌদি আরব। এ জয়ের নায়ক দেশটির গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য ওয়াইসকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। 

আর্জেন্টিনার বিপক্ষে সৌদির এমন জয়ে বুধবার (২৩ নভেম্বর) মনজুর আলমের উদ্যোগে শোকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন সকালে চট্টগ্রামের কর্নেলহাটের মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

সৌদি আরবের এমন জয়ে মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল হয়েছে বলে মনে করেন তিনি। এ সময় গোলরক্ষককে সংবর্ধনার পাশাপাশি তাঁর মোস্তাফা হাকিম বাগান বাড়িতে একটি ফ্ল্যাট দিতে চান মনজুর আলম। তিনি বলেন, গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের অসাধারণ নৈপুণ্যে সৌদি আরব সাবেক চ্যাম্পিয়নদের হারিয়েছে। তাঁকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।

তিনি বলেন, ওয়াইসকে সাগরিকার শেখ রাসেল স্টেডিয়ামে এনে সংবর্ধনা দিতে চাই। তারা রাজি থাকলে হয়ে যাবে।সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছে। এটা অনন্য কীর্তি। এ জন্য আমরা গর্বিত।’

শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। শোকরানা সমাবেশে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ফরিদুল আলমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান। মোনাজাতে মুসলিম উম্মাহ, সৌদি আরব ও বাংলাদেশের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনা। প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে। এই হারে শেষ হলো আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা।


সর্বশেষ সংবাদ