হারের পর যা বললেন মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৮:০২ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০৮:০২ PM
কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। অথচ নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেয়েছেন লিওনেল স্কালোনির শীর্ষরা। সৌদি আরবের কাছে হেরেছে ২-১ গোলে।
ম্যাচ হারের পর ফুটবল বিশ্বের রথি মহারথিরা হতাশা প্রকাশ করলেও পিছিয়ে যাননি মেসি। বলেছেন, ফুটবল বিশ্বকে আর্জেন্টিনা দলের একতা দেখানোর সময় এটাই।
আর্জেন্টিনার অধিনায়ক বলেন, সৌদি আরবের কাছে ম্যাচ হার নিয়ে আমাদের কোনো অজুহাত নেই। এখন সবসময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এই দলটা শক্তিশালী আর তারা এটা দেখিয়েছেও। এখন এমন একটা অবস্থা, যার মধ্যে দিয়ে অনেক লম্বা সময় ধরে যাইনি আমরা। এখন আমাদের দেখাতে হবে এটা সত্যিকারের দল।
মেসি আরও বলেন, সৌদি আরবের কাছে আমাদের এমন হার সবার জন্যই বড় ধাক্কা। গত কয়েক বছর আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। সবকিছুই কোনো একটা কারণে হয়। আমাদের তৈরি হতে হবে সামনে যা আসছে তার জন্য। জিততে হবে আর নির্ভর করছে আমাদের ওপর।