৫০০ মিলিয়ন ফলোয়ারের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো
ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারী ব্যক্তি পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আর কোনও ক্রীড়াবিদ নেই। দেড় দশকে জাদুকরী ফুটবল উপহার দিয়ে জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মন। এ সময় ভেঙেছেন অনেক রেকর্ড, গড়েছেন ইতিহাসও। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক অনন্য মাইলফলক গড়লেন পর্তুগিজ সুপারস্টার। শুধু তাই নয়, তার এ রেকর্ডের আশপাশেও নেই কেউ। বিশ্বের প্রথম ক্রীড়াবিদ এবং ব্যক্তি হিসেবে, ইনস্টাগ্রামে ৫০০ মিলিয়ন ফলোয়ারের মালিক হলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সোমবার (২১ নভেম্বর) রোনালদোর ইন্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা গেল, ৫০০ মিলিয়ন ফলোয়ারের অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে তিনিই এই মাইলফলক ছুঁয়েছেন।
তার পেছনে থাকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৭৬ মিলিয়ন। তিন নম্বর তালিকায় থাকা মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সমাজকর্মী কাইলি জেনার ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৭২ মিলিয়ন।
কাজাখিস্তানের বিপক্ষে ২০০৩ সালের ২০ আগস্ট পর্তুগালের জার্সিতে অভিষেক হয় রোনালদোর। জাতীয় দলের জার্সিতে চারটি বিশ্বকাপ ও ৫টি ইউরো খেলেছেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলের মালিক।
জাতীয় দলের জার্সিতে ১৯১ টি ম্যাচ খেলা রোনালদো আন্তর্জাতিক ফুটবলে পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক।
২০২১ সালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জোড়া গোল করে তিনি ভেঙে দেন ইরানের আলি দাইয়ির ১০৯ গোলের রেকর্ড।
কাতারে এবার শেষবারের মতো গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে পা রেখেছেন সিআরসেভেন।
আরও পড়ুন: বিশ্বকাপের সাড়ে ২৯ লাখ টিকিট বিক্রি
শুধু আন্তর্জাতিক ফুটবলেই নয়, পেশাদার ফুটবলের ইতিহাসে আনুষ্ঠানিক গোলের হিসাবে রোনালদোই সর্বোচ্চ গোলের মালিক। এখন পর্যন্ত ১১৩৯ ম্যাচ খেলে ৮১৮ গোল করেছেন এই কিংবদন্তি।
আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদোর দল।