২০ নভেম্বর ২০২২, ১২:৪৭

বিশ্বকাপ শুরুর আগে রেকর্ডবুকে যারা

কাতার বিশ্বকাপ  © সংগৃহীত

আজ (রোববার) ২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ২২ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘গ্রুপ-এ’র দুই দল ইকুয়েডর ও স্বাগতিক কাতার। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে ফিফা অন্তর্ভুক্ত ৩২টি দল। আগামী বিশ্বকাপ থেকে দল সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ৪৮। যে বিশ্বকাপটির স্বাগতিক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। এবারের বিশ্বকাপ বেশকিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে। একনজরে দেখে নেয়া যাক, নতুন কী রেকর্ড গড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপ। 

সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার: বিশ্বকাপে এর আগে চারটি আসরে খেলেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর মেমো ওচোয়া। তিনজনই ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ আসরে খেলেছেন। কাতার বিশ্বকাপ হবে তাদের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।

সবচেয়ে বেশি গোল: কাতার বিশ্বকাপে যেসব ফুটবলার খেলছেন, তাদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির থমাস মুলারের। এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে ১০টি গোল করেছেন এই জার্মান গোলমেশিন।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার: এবারের বিশ্বকাপ খেলতে যেসব ফুটবলার মাঠে নামছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলা এই ক্ষুদে জাদুকর এখন পর্যন্ত বিশ্বকাপে ১৯টি ম্যাচ খেলেছেন।

সবচেয়ে তরুণ ফুটবলার: কাতার বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে অভিষেক হচ্ছে জার্মানির তরুণ ফুটবলার ইউসুফা মৌকোকোর। ২০০৪ সালের ২০ নভেম্বর জন্ম নেয়া এই জার্মান মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে।

আরও পড়ুন: নেইমারের প্রিয় বন্ধু বাংলাদেশের রবিন

সবচেয়ে বেশি অ্যাসিস্ট: এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড নিয়ে মাঠে নামছেন জার্মানির থমাস মুলার। এই জার্মান ফুটবলার এখন পর্যন্ত বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছেন।

সর্বাধিক হ্যাট্রিক পাওয়া দল: বিশ্বকাপের ২০টি আসরে এ পর্যন্ত সর্বাধিক ৭টি হ্যাট্রিকের দেখা পেয়েছে জার্মানি।

সবচেয়ে বয়স্ক ফুটবলার: এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সের ফুটবলার মেক্সিকোর আলফ্রোডো তালাভেরা। ৪০ বছর বয়সী এই ফুটবলারের জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর।

সবচেয়ে লম্বা ফুটবলার: নেদারল্যান্ডসের আন্দ্রিয়েস নোপ্পের্ত কাতার বিশ্বকাপের সবচেয়ে লম্বা ফুটবলার। এই ডাচ ফুটবলারের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।

সবচেয়ে খাটো ফুটবলার: মরক্কোর ইলিয়াস চেয়ার এবারের বিশ্বকাপে সবচেয়ে খাটো ফুটবলার। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।