০৭ নভেম্বর ২০২২, ২০:৩৩

টি-২০ বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান: ওয়াটসন

রোহিম শর্মা ও বাবর আজম   © সংগৃহীত

জমে উঠেছে এ বারের টি২০ বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে সুপার ১২-এর খেলা ইতিমধ্যে শেষ। দুটো সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেই হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারতের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনও চাইছেন ফাইনালে এ দুই দল মুখোমুিখি হোক। 

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান এরই মধ্যে মুখোমুখি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৩ অক্টোবর শেষ বলের উত্তেজনায় ৪ উইকেটে জয় পায় ভারত। এই ম্যাচে ৯০ হাজারেরও বেশি দর্শক এমসিজিতে খেলা উপভোগ করেছেন।  ফাইনালেও এই দুই দলের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, তাও এই মেলবোর্নে। কেননা আগামী ৯ নভেম্বর সিডনিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর ১০ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড। এই দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ১৩ নভেম্বর মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হবে।

ওয়াটসন যেন এই ‘হাউসফুল’ এমসিজিতেই ভারত-পাকিস্তান ফাইনাল চাইছেন। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার বলেন, ‘সবাই চায় ভারত-পাকিস্তান ফাইনাল হোক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয় এবং সবাই এই দুই দলকে আবারও ফাইনালে দেখতে চাইবে।’ 

আরও পড়ুন: আইপিএলে কাড়াকাড়ি হতে পারে বাংলাদেশের তিনজনকে নিয়ে: ভারতীয় গণমাধ্যম

ওয়াটসনের মত সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবার হোক ভারত-পাক টক্কর। 

আইসিসি ইভেন্টের ফাইনালে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান  মুখোমুখি হয়েছে দুইবার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছিল  ভারত। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিকে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।