২৩ অক্টোবর ২০২২, ১৩:৪৮

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

রোহিত শর্মা, বাবর আজম  © সংগৃহীত

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই মহারণের উন্মাদনা আকাশ-ছোঁয়া। যেখানে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (২৩ অক্টোবর) মেলবোর্নে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়োব।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচটি পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারানোর নজির গড়ে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারা ভারত এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ভারত। তিন ম্যাচের দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতে টিম ইন্ডিয়া। 

বিশ্বকাপের অফিসিয়াল দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ ছিল ভারতের। ব্রিজবেনে প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারায় রোহিত-কোহলিরা। ব্রিজবেনেই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচটি বৃষ্টি কারণে পরিত্যক্ত হয় ভারতের।

আরও পড়ুন: বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান মহারণ, আলোচনায় পিচ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি ভারত। সুপার টুয়েলভ থেকে আসর শেষ করতে হয় তাদের। ওই বিশ্বকাপের পরই বিরাট কোহলির  জায়গায় ভারতীয় দলের অধিনায়কত্ব পান রোহিত শর্মা। গত বিশ্বকাপের পর ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। জয় আছে ২৬টিতে। হার আছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।