ইরানকে কাতার বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৫৩ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২২, ০২:৫৩ PM
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের ২২তম আসরের। প্রতিটি দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। সবাই যখন ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষায় প্রহর গুনছে তখন নিজের দেশকে কাতার বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে ফিফাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন ইরানের ক্রীড়া ব্যক্তিত্বরা। শুধু জাতীয় দল নয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের ফিফার সদস্য পদ স্থগিত করার আবেদনও জানিয়েছে তারা। মূলত ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ইরানের।
স্পেনের আইনজীবী ফার্ম রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে এই চিঠি পেয়েছে ফিফা। বিবিসি জানিয়েছে, ইরানের কিছু ফুটবলার এবং অন্য অ্যাথলেটরা তাদের দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার অনুরোধ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে।
এবিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপো আইনি প্রতিষ্ঠানটির মাধ্যমে পাঠানো বার্তায় স্বাক্ষর করেছেন ইরানের ক্রীড়াজগতের তারকা, সংবাদকর্মী এবং নারী অধিকারকর্মীরা।
বিবৃতিতে বলা হয়, ‘আইনি প্রতিষ্ঠান রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ইরানের ফুটবল এবং অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা মিলে ফিফা এবং তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ইরানের ফুটবল ফেডারেশনকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করার দাবি করা হয় এবং তা ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকেই কার্যকরের অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: মোবাইলেও দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা
ফিফাকে পাঠানো চিঠির অংশবিশেষ প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। যেখানে লেখা ছিল, ‘দেশের মেয়েদের যদি স্টেডিয়ামে ঢুকতে না দেয়া হয় এবং ফেডারেশন যদি সরকারের কথায় ওঠবস করে, তাহলে তাদের স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখার সুযোগ নেই, যারা যেকোনো প্রভাব এড়িয়ে চলবে। এটা ফিফার আইনের (১৯ নম্বর ধারা) বিরোধী। কুয়েত, ভারত এবং অতীতে ইরানের ক্ষেত্রেও এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।’
চিঠিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে চাপ দিয়ে বলা হয়, ‘ফিফাকে অবশ্যই যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে। নিরপেক্ষ থাকার সুযোগ নেই। কারণ, ইরানের ফুটবল অ্যাসোসিয়েশনও নিরপেক্ষ নয়। তারা খেলাধুলা থেকে নারীদের পরিকল্পনামাফিক ছিটকে ফেলছে...অনেক হয়েছে, এখন ফিফাকে পদক্ষেপ নিতে হবে।’
কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে এশিয়ার এই দলটি। যেখানে তাদের সঙ্গে গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ওয়েলস।