নারী ফুটবলারদের জন্য প্রধানমন্ত্রীর কাছে যে পুরস্কার চাইবে বাফুফে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়া অনুরাগী। তিনি সব সময় ক্রীড়াঙ্গনের সাফল্যে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। প্রধানমন্ত্রী নারী ফুটবলারদের পাশে সব সময় আছেন ।
সাবিনা খাতুনরা সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের জন্য এখনো পুরস্কার ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। নারী ফুটবলারদের জন্য প্রধানমন্ত্রীর কাছে কি চাইবে বাফুফে এই প্রসঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী সব সময় নারী ফুটবলারদের অনুপ্রাণিত করেন। আমরা নারী ফুটবলারদের জন্য প্রধানমন্ত্রীর কাছে জমি-ফ্ল্যাট চাইব।’
প্রধানমন্ত্রী এর আগে বয়সভিত্তিক সাফ ও এএফসি বাছাইয়ে বাংলাদেশ দল ভালো পারফরম্যান্স করার পর ফুটবলারদের আর্থিক পুরস্কার দিয়েছিলেন।
আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠাল এনটিআরসিএ
চ্যাম্পিয়ন নারী দলের অনেক ফুটবলারের ঘর-বাড়ি রুগ্ন অবস্থায়। অনেকের বাবা-মা নিম্ন আয়ের। বাংলাদেশ দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে জমি দেন প্রধানমন্ত্রী। কিছু দিন আগে সেই জমি নানা জটিলতা শেষে বুঝে পেয়েছিলেন তারা। অথচ সেই জমি নিয়ে আঁখির পরিবার হুমকি পেয়েছেন। এই বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘বিষয়টি এখনো আমরা সেভাবে জ্ঞাত নই। আঁখির সঙ্গে এই বিষয়ে কথা বলব। প্রয়োজনীয় সাহায্য ও পদক্ষেপ নেব।’
পুরো রাজধানী বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে ছিল উৎসবমুখর। তবে ব্যতিক্রম ছিল বাফুফে ভবন। নিচে একটি বোর্ড ও উপরে একটা ব্যানার ছাড়া বোঝার উপায় ছিল না বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ব্র্যান্ডিংয়ের অভাবটি বুঝতে পেরে বাফুফে উদ্যোগ নিচ্ছে; সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আজই ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করেছি। আগামীকালের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন’।
গতকাল বুধবার রাতে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শুরুতে কোচ ও অধিনায়ক সামনে থাকলেও এক পর্যায়ে পেছনে ছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা। এই প্রসঙ্গে বাফুফের ভাষ্য, ‘গতকাল যা কিছু হয়েছে আপনাদের সামনেই। আমরা সাফল্যের এই মুহূর্তে ইতিবাচকভাবেই এগিয়ে যেতে চাই।’