এসএসসি-এইচএসসি: টেস্ট না হলেও হবে প্রি-টেস্ট পরীক্ষা

পাবলিক পরীক্ষা
পাবলিক পরীক্ষা  © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা না হলেও প্রি-টেস্ট তথা পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা।

এর আগে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে বছরের প্রথমদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দেখায় এই পরীক্ষা না নেওয়ার ব্যাপারে মত দেন অধিকাংশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। মূলত সেই ক্ষতি পুষিয়ে দিতেই পূর্ব প্রস্তুতিমূলক তথা প্রি-টেস্ট পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ড।

আরও পড়ুন: একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফল কাল

জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, টেস্ট পরীক্ষার পরিবর্তে পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে শিগগিরই নির্দেশনা জারি করা হবে

ঢাকা বোর্ডের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার বলেন, টেস্ট পরীক্ষার বদলে পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। শিগগিরই এই বিষয়ে একটি নির্দেশনা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ