শীতবস্ত্র বিতরণ করলো শাহীন একাডেমী স্কুলের স্কাউট ও সায়েন্স ক্লাব

শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র বিতরণ  © সংগৃহীত

ফেনীর শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শাহীন একাডেমী স্কাউট গ্রুপ এবং সাইন্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম একরামুল হক ভূঁঞা। এতে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জসিম উদ্দিন মোল্লা, ইউনিট লিডার আবুল কালাম, গ্রুপ ইনস্ট্রাক্টর এবং সাবেক সিনিয়র পেট্রল লিডার কে এম যাবের নোমান (রোভার মেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ), সাবেক সিনিয়র পেট্রল লিডার আ ফ ম আবেদ খাঁন (পিএস), সাবেক সিনিয়র পেট্রল লিডার আ ফ ম আকিব খান ( পিএস), গ্রুপের অন্যান্য সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ।

আরও পড়ুন- শাবিপ্রবির ডাইনিং-ক্যান্টিন বন্ধ, রান্নার আয়োজন করছেন শিক্ষার্থীরাই

শীতবস্ত্র হিসেবে কিছু সংখ্যক কম্বল স্কুল প্রাঙ্গনে শীতার্তদের হাতে তুলে দেয়া হয়। বাকী কম্বলগুলো শীতার্ত মানুষদের ঘরে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বড় ও সফল বেসরকারি বিদ্যালয়। এটি কুমিল্লা শিক্ষা বোর্ড-এর অধীন। স্কুলটি ১৯৮৫ সালে ফেনী শহরে প্রতিষ্ঠিত হয়। এটি এডুকেশন সোসাইটি দ্বারা পরিচালিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজারের অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।


সর্বশেষ সংবাদ