মোজো খেয়ে রাজধানীতে অচেতন ৩ স্কুলছাত্র

অসুস্থ হওয়া এক ছাত্র
অসুস্থ হওয়া এক ছাত্র  © সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে তিন স্কুলছাত্রকে কোমল পানীয় মোজোর নামে নেশাজাতীয় কিছু খাওয়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে। আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর স্টোমাক ওয়াশ দেয়া হয়।

ওই তিনজন হলো- রাকিব সরকার, মো. সোলায়মান ও মোহাম্মদ মাহিন সিকদার। এরা তিনজনই খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

রাকিব সরকার বলে, আজকে আমরা স্কুলে আসলে টিচার আমাদেরকে দিয়ে স্কুলের ক্লাসের বেঞ্চ ঠিক করায়। এসময় আমাদের পানির পিপাসা লাগে। আমরা পানি খেতে বাইরে গেলে রাসিক (ছদ্মনাম) বলে, এই তোরা মোজো খাবি?

সে বলে, রাসিক (ছদ্মনাম) মোজোর বোতলের সঙ্গে কিছু মিশিয়ে আমাদের খাওয়ালে অচেতন হয়ে যাই।

খিলগাঁও থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৈয়দ রাশেল বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পড়ে স্টোমাক ওয়াশ দিয়ে এদের মধ্যে দুজনকে অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, পুলিশ তিন শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর স্টোমাক ওয়াশ শেষে দুইজনকে অভিভাবক নিয়ে যান। রাকিব নামের এক শিক্ষার্থী শিশু ওয়ার্ডে ভর্তি আছে।


সর্বশেষ সংবাদ