মাধ্যমিকের ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৯:১৩ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২১, ০৯:১৩ PM
মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অ্যাসাইনমেন্টটি মঙ্গলবার (৫ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সব শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘ক্লাস চালু হলেও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতেই এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখা হয়েছে।’
গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এর আগে ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।
১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখুন এখানে।