এক পায়ে লড়াই করছে মাদ্রসাছাত্র রাসেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১০:০৭ AM , আপডেট: ১১ নভেম্বর ২০১৯, ১০:০৭ AM
দুই হাত ও ডান পা নেই। বাম পায়ে আঙ্গুলে কলম বসিয়ে জেডিসি পরীক্ষা দিচ্ছে রাসেল। রাসেল নাটোর জেলার সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। বিগত সময়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এভাবে লিখেই ভালো ফলাফল করেছে রাসেল।
রাসেলের মা লাভলী বেগম জানান, প্রতিবন্ধী রাসেলকে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান। এজন্য সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, রাসেলের হাত-পা না থাকলেও পড়ালেখা করার ক্ষেত্রে তার কোনো বাধা নেই। তার প্রবল মনোবল তাকে সফলতার পথ দেখাবে। তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তিনি বলেন, তাকে সবরকম সহযোগিতা করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক তাকে আর্থিক সহায়তা দিয়েছেন।