ইউএনওকে ফোন করে নিজের বিয়ে আটকালেন কলেজছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ PM
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই অনুষ্ঠান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করে নিজের বিয়ে বন্ধ করেছে কলেজছাত্রী কনে।
বয়স ১৮ না হওয়ায় হাটহাজারীর ইউএনও মোহাম্মদ রুহুল আমীনকে ফোন করে কলেজছাত্রী জান্নাতুল মাওয়া (১৭)। সে হাটহাজারী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী।
ইউএনওর নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেছেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা।
সম্রাট খীসা বলেন, ‘ইউএনও মোহাম্মদ রুহুল আমীনের কাছ থেকে খবর পেয়ে বেলা দুইটার দিকে বিয়েবাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করি। বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার কারণে মেয়ের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৮ বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও দিয়েছেন তাঁরা।’