ডেঙ্গুর বিস্তার রোধে ক্ষুদে বিজ্ঞানীদের প্রতি আহবান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ০৮:৪৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৮:৪৯ PM
এডিস মশার প্রজনন ও বংশ বিস্তার রোধে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী ক্ষমতাকে ব্যবহারের আহবান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মুনীর চৌধুরী বলেন, পরিবেশ দূষণ রোধ, অপরাধ উদ্ঘাটন এবং সরকারি সেবার মান উন্নয়নে প্রযুক্তির সফলতাকে অনুসরণ করে ডেঙ্গু প্রতিরোধে ক্ষুদে বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে উদ্ভাবকদের প্রতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হবে। বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী ও উদ্ভাবক হয়ে দেশ গঠন করতে হলে সততা, নৈতিকতা ও দেশপ্রেম অপরিহার্য।
মুনীর চৌধুরী আরও বলেন, মোবাইল ও টেলিভিশন আসক্তি, ফাস্টফুড, জাঙ্কফুড ও রাস্তাঘাটের খোলা খাবার আমাদের জীবনীশক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিন নিজেদের বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে ও বারান্দায় পাখিদের আবাসস্থল রক্ষা এবং তাদের খাবার সংস্থান করতে হবে। পোকামাকড় এবং মশা নিয়ন্ত্রণে পাখীদের বিশাল ভূমিকা রয়েছে।
স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা জিন্নাতুন নূর এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের প্রধান ডিসপ্লে কর্মকর্তা মাকসুদা বেগম, সহকারী কিউরেটর মাসুদুর রহমান ও মো: আব্দুল আজিজ উপস্থিত ছিলেন