সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫ জন ঢামেকে ভর্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ PM

ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
আহত ৫ শিক্ষার্থী হলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইরফান আহমেদ (১৮), মাহিন আহামেদ মনু (২০), রিয়ন (১৮), ইয়ামিন (১৭) ও আরমান (১৮)।
আরো পড়ুন: ভারতকে তিস্তার হিস্যা দিতে বাধ্য করব: আসিফ মাহমুদ
হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ইয়াসিন আহমেদ ইমন জানিয়েছেন, রবিবার দুপুরে দিকে আমাদের এক শিক্ষার্থীকে আজিমপুর এলাকায় সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে, এ নিয়ে প্রতিবাদ করায় তারা দফায় দফায় রাস্তায় আমাদের যাকে পারছে তাকেই মারধর করে। পরে আমাদের কলেজের পরীক্ষা শেষে বিকেলে বের হয়ে যাওয়ার সময়ে তারা হামলা চালায়, তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।
ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের ১৫/২০ জনের মতো আহত হয়। আইডিয়াল কলেজের ৫ শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ইরফানের শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে। বাকিদের ইটপাটকেলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।
আরো পড়ুন: ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ৫ জনই চিকিৎসাধীন রয়েছে।’
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের দেখা গেছে।