পড়ালেখা না করায় বাবার বকা, ক্ষোভে বাড়ি ছাড়ল ছেলে

আব্দুল আহাদ
আব্দুল আহাদ  © টিডিসি ফটো

ঠিক মতো পড়ালেখা না করায় ছেলের সঙ্গে রাগারাগি করেন বাবা এতে অভিমান করে এলাকা ছেড়ে চলে যায় আব্দুল আহাদ নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী। এমনই এক ঘটনা ঘটেছে ভোলার তজুমদ্দিন উপজেলায়। বাবা অহিদউল্যাহর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৯ আগস্ট) শরীয়তপুর থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। 

জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিদউল্যাহ ঠিক মতো পড়ালেখা করছে না বলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে আহাদের সঙ্গে রাগারাগি করেন। বাবার রাগে ক্ষোভ জমায় অভিমান করে এলাকা ছেড়ে বন্ধুর সঙ্গে চলে যায় অন্যত্র।

থানায় জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আহাদকে খুঁজতে শুরু করে পুলিশ। একপর্যায়ে তার অবস্থান নির্ণয় করা হয়। পুলিশ জানতে পারে ঐ শিক্ষার্থী শরীয়তপুরের জাজিরা থানা এলাকায় অবস্থান করছে। পরে সেখানকার থানা পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করে তজুমদ্দিন থানায় আনা হয়। এরপর মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থী আব্দুল আহাদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ভর্তি ফি ধার্যে সবার শীর্ষে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সোমবার এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়। ঐ জিডির ভিত্তিতে তাকে আমরা খুঁজতে শুরু করি। এরপর তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঐ শিক্ষার্থীর অবস্থান জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়।

ওসি আরও বলেন, উদ্ধারের পর ঐ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়- পড়ালেখার জন্য তার বাবা রাগারাগি করেছিলেন। এজন্য অভিমানে শরীয়তপুরের এক বন্ধুর সঙ্গে সেখানে চলে যায়। এখন সে তার ভুল বুঝতে পেরে পড়ালেখায় মনযোগী হওয়ার আশ্বাস দিয়েছে।


সর্বশেষ সংবাদ