০৯ আগস্ট ২০২৩, ১৭:৩৮

ধূমপান করায় অপমান শিক্ষকদের, লজ্জায় আত্মহত্যা জিনিয়ার

  © সংগৃহীত

বিদ্যালয়ে ধূমপান করায় অপমান করেন দুই শিক্ষক এতে লজ্জায় আত্মহত্যা করেন জিনিয়া খাতুন নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এমনই এক ঘটনা ঘটেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলায়। 

জানা যায়, উপজেলার সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী ধূমপান করায় তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেয়ার হুমকি দেয় শিক্ষক মশিউর রহমান লাল্টু ও ওলিউর। এতে জিনিয়া লজ্জায়-অপমানে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে নিহত জিনিয়ার মামা বলেন, সামান্য ধূমপানের অভিযোগে ছোট্ট বাচ্চা মেয়েকে এভাবে নির্যাতন করা শিক্ষকের বিচার চাই। জিনিয়াকে কক্ষে ডেকে আটকে রেখে স্কুল ব্যাগ রেখে দেন শিক্ষক লাল্টু। অপর শিক্ষক ওলিউর ওই ছাত্রীদের ভিডিও ধারণ করে রাখেন এবং নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষকদের আত্তীকরণের কাজ শেষ হতে আরো সময় লাগবে

নিহত জিনিয়ার সহপাঠী আঁখি খাতুন বলেন, স্যাররা আমাদের বকাবকি করেছে ঠিকই তবে কোনো মারধর করেননি। তাছাড়া স্যারেরা আমাদের ভিডিও করেছে বলে যে-সব কথা শুনছি তা সম্পূর্ণ মিথ্যা কথা। স্যারেরা আমাদের কোনো ভিডিও করেননি বা নেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেননি।

অভিযুক্ত শিক্ষক মশিউর রহমান লাল্টু দাবি করেন, সোমবার (০৭ আগস্ট) দুপুর ২টার দিকে সপ্তম শ্রেণির কয়েকজন মেয়ে স্কুলের সিড়িঘরে গিয়ে ধূমপান করেছে এমন অভিযোগের সত্যতা পাই। এ সময় ওই ছাত্রীদের বলি যে, তোমাদের বিচার আগামীকাল (মঙ্গলবার, ০৮ আগস্ট) হেড স্যার নিজে অভিভাবকদের ডেকে নিয়ে করবেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, জিনিয়া আত্মহত্যার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি।