২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২২

নকলের দায়ে ৬৬ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩২ হাজার

এসএসসি পরীক্ষা  © ফাইল ছবি

সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬৬ জনকে বহিষ্কার করা হয়েছে। আর সারা দেশে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৫৯১ শিক্ষার্থী। সোমবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ হাজার ৭৪৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৩৭৩ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪৭৪ জন অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে 

এর আগে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ জন। আর দ্বিতীয় দিন অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৪৭৯ জন।

আরও পড়ুন: ৭০ নয়, মাধ্যমিকে ২৫ শতাংশ মেয়ে শিক্ষার্থীর পাসের দাবি

তৃতীয় দিনে দেশের তিন হাজার ৬৮১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৭৭০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৬৮ হাজার ১৭৯ জন। সেই হিসাবে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৫৯১ জন, অর্থাৎ ১ দশমিক ৭১ শতাংশ।

এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ৩০, রাজশাহী বোর্ডে ১, কুমিল্লা বোর্ডে ১, যশোর বোর্ডে ৪, চট্টগ্রাম বোর্ডে ১, বরিশাল বোর্ডে ৬, দিনাজপুর বোর্ডে ৪, ময়মনসিংহ বোর্ডে ২, মাদ্রাসা বোর্ডে ৩ ও কারিগরি বোর্ডে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।