২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮

স্কলার্সহোম ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর আন্দোলনে শিক্ষার্থীরা, ভাইস প্রিন্সিপালের পদত্যাগ দাবি 

স্কলার্সহোম ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

সিলেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) অস্বাভাবিক মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। তার এ মৃত্যু আত্মহত্যা নয়, বরং ‘আত্মহত্যায় প্ররোচিত’ অভিযোগ করে উত্তাল হয়ে ওঠে শাহী ঈদগাহ ক্যাম্পাস। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থী-অভিভাবকরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় দানিয়ালের সহপাঠীরা তার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের পাশাপাশি বেশ কিছু দাবি তুলেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ; শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক তাইবাকে অপসারণ; ভবিষ্যতে কোনও শিক্ষার্থীকে হেনস্তা না করা; মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে বাধাগ্রস্ত না করা।

পাশাপাশি কলেজের নোটিশ বোর্ডে আনুষ্ঠানিক সংবাদ বিবৃতি প্রকাশ; অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থীবান্ধব নীতি গ্রহণ; পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া; শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ বন্ধ করা ও ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: একাদশ শ্রেণির ভর্তিতে ইকিউ-২ কোটা স্থগিত 

জানা গেছে, দুপুরের দিকে অবস্থান কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল সোমবার ফের কলেজ ক্যাম্পাসে আসার ঘোষণা দিয়েছেন তারা। তারা আজমানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।