প্রাথমিকের বইয়ের দরপত্র নিয়ে যা বললেন—এনসিটিবি চেয়ারম্যান
আগামী নতুন বছরে অর্থ্যাৎ ২০২৬ সালে প্রাথমিকে প্রায় ৯ কোটি বই ছাপানো হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বছরের বই ছাপানোর দরপত্র বা টেন্ডার কার্যক্রম কিছুটা শুরু হয়েছে।
ইতোমধ্যে ৬ষ্ঠ শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আর প্রাক-প্রাথমিকের বইয়ের দরপত্র রেডি করা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন হয়ে আসার সঙ্গে সঙ্গেই দরপত্র প্রকাশ করা হবে।
অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, ১/২দিনের মধ্যে অর্থ্যাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি (ডিরেক্টর অব জেনারেল) থেকে অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের ছাপানোর জন্য টেন্ডার বা দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরের ২৬ অক্টোবরের ৫৮৫ বই বিতরণ কেন্দ্রে প্রাথমিকের প্রায় ৯ কোটি বই পৌঁছে যাবে।
আরও পড়ুন: প্রাথমিকের ৯ কোটি পাঠ্যবই ছাপানোর পরিকল্পনা, নতুন সংস্করণের বই পাবে আরও দুই শ্রেণির শিক্ষার্থীরা
এনসিটিবি চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে ৬ষ্ঠ শ্রেণির বইয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে। সারাদেশের জেলা উপজেলাগুলো থেকে বইয়ের চাহিদা নেওয়া হয়েছে। অন্যশ্রেণির বইয়ের টেন্ডার কার্যক্রম জুন মাসের মধ্যে শেষ করা হবে। আর ১০ নভেম্বরের মধ্যে একইভাবে ৫৮৫ বই বিতরণ কেন্দ্রে মাধ্যমিকের বইগুলো পৌঁছে যাবে। এ বছর প্রাথমিকের প্রায় ৯ কোটি বই ছাপানো হবে বলে জানান তিনি।