ঢাকা মহানগরের সেরা স্কুল মডেল একাডেমির অভিভাবক সদস্য হলেন নাসির উদ্দীন

মো. নাসির উদ্দীন
মো. নাসির উদ্দীন  © সংগৃহীত

গত বছর মহানগর পর্যায়ে রাজধানীর মিরপুরের ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। গত রবিবার (২৩ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে প্রতিষ্ঠানটিতে এডহক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে একমাত্র অভিভাবক সদস্য হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দীন। প্রতিষ্ঠানটির দ্বিতীয় শেণীতে অধ্যয়রত নাসির উদ্দীনের ছোট মেয়ে নুজাইফা আফরিন নুহা ও বড় মেয়ে নাফিসা আফ্রিন স্নেহা পঞ্চম শ্রেণীতে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.। আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত মডেল একাডেমি-এর এডহক কমিটি তারিখ থেকে ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-বেতন ভাতাদি বন্ধ করা হবে।

জানা যায়, স্কুলটির কমিটি গঠনের জন্য অভিভাবকদের কাছে আবেদন চাওয়া হয়। সেখানে ৯ জন অভিভাবক আবেদন করেন। চলতি মাসের ৫ তারিখ তাদের ভাইভা অনুষ্ঠিত হয়। সেখানে মো. নাসির উদ্দীন অভিভাবক সদস্য মনোনীত হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বে কারণে সেই ভাইভার ফল স্থগিত হয়। পরে আবার চলতি মাসের ১৮ তারিখ অভিভাবকদের ভাইভা নেওয়া হয়, সেখানেও নাসির উদ্দীন মনোনীত হন। এরপর ঢাকা ডিসির সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। অবশেষে নাসির উদ্দীনকে অভিভাবক সদস্য করে চিঠি পাঠায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এই বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দীন বলেন, ঐতিহ্যবাহী মডেল একাডেমি স্কুলের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে মনে করি ৪ হাজার অভিভাবকদের মধ্য থেকে যে প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, তা যথাযথ ভাবে পালন করে বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষার গুণগত মান ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দানের সুব্যবস্থা করতে সহায়ক ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ। বিশেষ করে বিদ্যালয়টি যেন অতীতের সুনাম ধরে রেখে মহানগরীর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে সেই ব্যাপারে কোন রকম অবহেলা করা হবে না।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ মহানগর পর্যায়ে রাজধানীর মিরপুরের ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। প্রায় চার হাজার শিক্ষার্থী ও ১১০ শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এ বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো অর্থাভাব বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে যেন ঝরে না পড়ে, সেদিকে বিশেষ খেয়াল রাখা।

অতীতের ধারাবাহিকতা রেখে গত বছরও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসের সুনাম ধরে রেখেছে। গতবারের এসএসসি পরীক্ষায় ৩১৬ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ ১৫৯ শিক্ষার্থী জিপিএ ৫ পায়। ২০২২ ও ২০২৩ সালেও এসএসসির ফল ছিল শতভাগ পাস। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ থেকে ২০১৯ এবং ২০২২ থেকে ২০২৪-এ বিদ্যালয়টি ছয়বার মিরপুর শিক্ষা থানার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

১৯৭৮ সালে কিছু সমাজ হিতৈষীর প্রচেষ্টায় মাত্র ৫০ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু। এখন চারটি বহুতল ভবনে ১০টি শ্রেণির ৬০টি শাখা নিয়ে দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠানটিতে পড়ছে ৪ হাজারেরও বেশি শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ