০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮

‘এডিবি-জাপান’ স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

‘এডিবি-জাপান’ স্কলারশিপ   © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে দুই বছর মেয়াদী স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপানের যৌথ স্কলারশিপ প্রোগ্রাম (JSP)। ‘ADB-জাপান’ স্কলারশিপ প্রোগ্রাম (JSP) অর্থনীতি, ব্যবসা ও ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য উন্নয়ন সম্পর্কিত ক্ষেত্রে অধ্যয়নের জন্য স্কলারশিপ প্রদান করে থাকেন। 

সুযোগ-সুবিধাসমূহ

•সম্পূর্ণ টিউশন ফি প্রদান

•বিমান খরচ প্রদান।প্রতিটি ভ্রমণের জন্য $500 (প্রায় ৪৫ হাজার বাংলাদেশী টাকা) ভ্রমণ ভাতা হিসাবে প্রদান করা হবে

•চিকিৎসা বীমা প্রদান

•বাসস্থান, খাবার এবং বইয়ের খরচ কভার করার জন্য একটি মাসিক ভাতা প্রদান করা হবে

স্কলারশিপের আওতায় যে শর্ত রয়েছে:   

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে নিজ দেশে ফিরে আসতে হবে।  

যোগ্যতাসমূহ:
• ভালো একাডেমিক ফলাফলসহ চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী হতে হবে

•তিন বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে

•স্বাস্থ্য পরীক্ষার সনদ থাকতে হবে  

•প্রয়োজনীয় সকল শর্তাবলী পূরণ করতে হবে 

আরও পড়ুন : সুইডেনে বিনা খরচে পড়ার সুযোগ, বৃত্তির সঙ্গে পাবেন দৈনন্দিন ব্যয়

প্রয়োজনীয় নথিপত্র 

১। স্কলারশিপ আবেদন ফরম  

২। আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি

৩। দুইটি রেফারেন্স লেটার 

৪। একাডেমিক সনদপত্র 

৫। মোটিভেশন লেটার 

৬। জীবনবৃত্তান্ত 

৭। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট 

৮। মেডিক্যাল সার্টিফিকেট

৯। আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন (প্রোগ্রামের চাহিদা অনুযায়ী) 

আবেদন প্রক্রিয়া: আপনি আপনার স্নাতকোত্তর শুরু করতে চান এমন পরিকল্পিত সময়ের অন্তত ছয় মাস আগে এই স্কলারশিপের জন্য আবেদন পাঠাতে হবে। তা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া এবং সময়সীমা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে । স্কলারশিপের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের তালিকা এবং সময়সীমা জানতে ক্লিক করুন। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন।