০৯ জুন ২০২২, ১৫:৪৪

আইইএলটিএস ছাড়াই কানাডার টেড ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

টেড ফেলোশিপ  © সংগৃহীত

কানাডায় একবছর মেয়াদী ফেলোশিপে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকান-কানাডিয়ান মিডিয়া সংস্থা টেড। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন।

পড়ুন গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাজের ভিসা দেবে ব্রিটেন

‘টেড ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ প্রদান করা হবে। আসা-যাওয়ার খরচ, ভিসা খরচ, আবাসন ও খাবার ব্যবস্থাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

শিক্ষার্থীরা অ্যানিমেশন, আর্কিটেকচার, বিজনেস, ডেটা সায়েন্স, ডিজাইন, আর্থ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এনভারনমেন্ট, ফ্যাশন, ফিল্ম/টেলিভিশন, ফুড, সাংবাদিকতা, জীবন বিজ্ঞান, আইন ও ট্যুরিজমসহ বিভিন্ন ফিল্ডে আবেদন করতে পারবেন। 

টেড ফেলো প্রোগ্রামটি ৫০০ টিরও বেশি উল্লেখযোগ্য ব্যক্তিদের সহায়তা প্রদান করে। অন্তত ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট তারাই এই ফেলশিপের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদন করবার জন্য পাসপোর্ট, এবং আইএলটিএস এর প্রয়োজন নেই।

টেড (টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, ডিজাইন) কনফারেন্স হল একটি আমেরিকান-কানাডিয়ান মিডিয়া সংস্থা। টেড এর ধারণা আসে রিচার্ড সউল ওয়ারম্যান এর কাছ থেকে। যিনি হ্যারি মার্কসের সাথে ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে একটি সম্মেলন হিসেবে এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। 

আরও পড়ুন জাপানে ৩-৬ মাস মেয়াদী এক্সচেঞ্জ প্রোগ্রাম, আবেদন শেষ ২০ জুন

সুযোগ-সুবিধাসমূহ:

* প্রার্থীদের নিজ দেশ থেকে কানাডার টেড সম্মেলনে পরিবহন ব্যয় সম্পূর্ণ কর্তৃপক্ষ বহন করবে। 
* কানাডা ভ্রমণের প্রস্তুতির সাথে জড়িত যে কোনও ভিসার খরচও বহন করবে। 
* সম্মেলনে থাকাকালীন ফেলোদের থাকার ব্যবস্থা এবং খাবারের পাশাপাশি সম্মেলনের নিবন্ধকরণও এই প্রোগ্রামটির আওতায় থাকবে।
* ফেলোরা কেরিয়ার কোচিং এবং স্পিকার প্রশিক্ষণের পাশাপাশি পরামর্শদাতা এবং জনসংযোগের দিক-নির্দেশনা পাবেন

আবেদনের যোগ্যতা:

* সর্বনিম্ন ১৮ বছর বয়সী হতে হবে।
* আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* স্নাতক সম্পন্ন করতে হবে।
* কাজের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন