ডব্লিউএফপি-তে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ মে
তথ্য ও প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, গণিত, পদার্থবিদ্যা বা বিজ্ঞান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ মে।
পড়ুন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীদের ফেলোশিপ দিবে যুক্তরাষ্ট্র
'টেক এন্ড ডাটা ম্যানেজমেন্ট ইন্টার্ন' এর আওতায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এর সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের প্রতিমাসে সর্বোচ্চ ১ হাজার ইউএস ডলার প্রদান করা হবে। এর মধ্যেই আবাসন খরচ, ভিসা ও সংশ্লিষ্ট খরচ পূরণ করতে হবে। তবে উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য বিমানে যাতায়াতের খরচ প্রদান করা হবে।
ইতালির রোমে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। ইতালির নিরাপত্তা পরিস্থিতি ইউরোপের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইতালিতে জাতিসংঘের বিরুদ্ধে কোন নির্দিষ্ট হুমকি নেই।
আরও পড়ুন তরুণ গবেষকদের জন্য জার্মানির গ্রীন ট্যালেন্টস অ্যাওয়ার্ড
সুযোগ-সুবিধাসমূহ:
* শিক্ষার্থীদের প্রতিমাসে সর্বোচ্চ ১ হাজার ইউএস ডলার প্রদান করা হবে।
* উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য বিমানে যাতায়াতের খরচ প্রদান করা হবে।
* বিশ্বমানের স্বীকৃতি।
* নেতৃত্বের দক্ষতা অর্জন।
আবেদনের যোগ্যতাসমূহ:
* তথ্য ও প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, গণিত, পদার্থবিদ্যা বা বিজ্ঞান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে স্নাতকে ন্যূনতম ২ বছর অথবা সর্বোচ্চ ৬ মাসের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে।
* কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক)।
* শক্তিশালী যোগাযোগ দক্ষতা।
* ইংরেজিতে ভালো দক্ষতা।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। এছাড়া বিস্তারিত জানতে পড়ুন।