এক বছর মেয়াদী ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ৩১ মে
স্নাতক শেষ করা শিক্ষার্থীদের এক বছর মেয়াদী ফেলোশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ৩১ মে।
পড়ুন রাজধানীতে চলছে অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা
‘অ্যাটলাস কর্পস ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সব ধরনের খরচ বহন করা হবে। অ্যাটলাস কর্পস জে-১ ট্রেইনি ভিসা স্পন্সর করে এবং ভিসার বেশিরভাগ খরচ কভার করে। এছাড়াও রাউন্ড-ট্রিপ আন্তর্জাতিক বিমান খরচ, খাদ্য, পরিবহন, আবাসন খরচ, স্বাস্থ্যবীমা ও ভ্রমণ বীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা আর্টস, চাইল্ড রাইটস, সিভিল রাইটস, ডেমোক্রেসি, ডিজ্যাবিলিটি রাইটস, এডুকেশন, এনভারনমেন্টাল ইস্যুজ, এন্ট্রাপ্রেনিওরশিপ, এগ্রিকালচার, জেন্ডার ইস্যুজ, হিউম্যান ট্র্যাফিকিং, আইন, পোভার্টি, পাবলিক হেলথ, রিফিউজিস, অ্যানিমেল ওয়েলফেয়ার, ওয়র্কফোর্স ডেভেলপমেন্ট এবং লিডারশিপ ডেভেলপমেন্ট ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
অ্যাটলাস কর্পস ইন-পার্সন ফেলোশিপ হল বিশ্বের শীর্ষস্থানীয় সামাজিক পরিবর্তন নেতাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ১২ মাসের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। ফেলোরা নেতৃত্বের দক্ষতা বিকাশ করতে পারবেন। যদিও ইন-পার্সন ফেলোশিপ সাধারণত ১২ মাস হয় তবে ফেলো এবং হোস্ট সংস্থার চুক্তির ভিত্তিতে এর মেয়াদ অতিরিক্ত ৬ মাস দ্বারা বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন বাংলাদেশি চিকিৎসকদের বিনা খরচে রাশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ
সুযোগ-সুবিধাসমূহ:
* অ্যাটলাস কর্পস জে-১ ট্রেইনি ভিসা স্পন্সর করে এবং ভিসার বেশিরভাগ খরচ কভার করে।
* রাউন্ড-ট্রিপ আন্তর্জাতিক বিমান খরচ।
* খাদ্য, পরিবহন ও আবাসন খরচ বহনের জন্য একটি মাসিক ভাতা।
* স্বাস্থ্যবীমা ও ভ্রমণ বীমা।
* মাসিক ফোন প্ল্যান।
আবেদনেরে যোগ্যতাসমূহ:
* আবেদনকারীরা আমেরিকান নাগরিক হতে পারবে না।
* আবেদনকারীর বয়স ৩৫ বছরের অধিক হতে পারবে না।
* আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
* অন্তত ২ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর সিভি।
* একাডেমিক পেপারস।
* রেফারেন্স লেটার দুইটি।
* মোটিভেশন লেটার।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে অ্যাটলাস কর্পস এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা মেনে যথাযথভাবে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।