২৯ এপ্রিল ২০২২, ১০:২৪

রোমানিয়ায় ২ সপ্তাহের সামার প্রোগ্রাম, আবেদন শেষ ২ জুন

বুখারেস্ট ইউনিভার্সিটি সামার প্রোগ্রাম  © সংগৃহীত

বিনা খরচে দুই সপ্তাহের সামার প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ রোমানিয়া। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী বুখারেস্ট সামার ইউনিভার্সিটিতে এ সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২ জুন।

পড়ুন বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ এপ্রিল

সামার প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের থাকা-খাওয়াসহ সকল ধরনের খরচ বহন করা হবে। আগামী ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এ সামার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষার্থীরা রোমানিয়ার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ এবং বিশ্বের বিভিন্ন দেশর শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। এবং নিজস্ব অর্থায়নেও এ সামার প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে প্রোগ্রাম বাবদ ৫৯০ ইউরো প্রদান করতে হবে।

বুখারেস্ট সামার ইউনিভার্সিটি হল একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক এবং একাডেমিক ইভেন্ট, যা অর্থনৈতিক সমস্যা এবং সংশ্লিষ্ট আগ্রহের ক্ষেত্রগুলির উপর ফোকাস করে এবং সাধারণ একাডেমিক মূল্যবোধকে উন্নীত করার লক্ষে শুরু হয়।

আরও পড়ুন তুরস্কে ১ মাসের ইন্টার্নশিপ, আবেদন শেষ ৩০ এপ্রিল

সুযোগ-সুবিধাসমূহ:

* বিনামূল্যে থাকার ব্যাবস্থা।
* সাংস্কৃতিক সফর।
* বিনোদন।
* সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ।
* বিশ্বের বিভিন্ন দেশর শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার সুযোগ।
* আবেদন করতে কোনো ফি লাগবে না।

যোগ্যতার মানদণ্ড:

* যে কোন দেশের শিক্ষার্থীরা এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
* স্নাতক, মাস্টার্স বা পিএইচডির শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।
* নির্ধারিত কোনো বয়সসীমা নেই।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় নথি:

* বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি)।
* বৈধ পাসপোর্ট কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* মোটিভেশন লেটার।

আবেদন প্রক্রিয়া:

অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন