মালয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে টিউশন ফি ও আবাসন সুবিধা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত প্রাচীন বিশ্ববিদ্যালয় মালয় বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের কিউএসে র্যাংকিং অনুযায়ী বিশ্বে ৬৫ তম অবস্থানে দখল করে আছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের টানতে ৫৫০ টিরও বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তেমনই স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মালয় বিশ্ববিদ্যালয়।
পড়ুন বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বৃত্তি দেবে ভারত
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট। গত ১৫ মার্চ থেকে আবেদন শুরু হয়।
‘স্টুডেন্ট ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ফি ছাড়াও জীবনযাত্রার আনুসাঙ্গিক খরচগুলো বহন করবে বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ, মালয় স্টাডিজ, পরিবেশ, ভাষা এবং ভাষাবিজ্ঞান, ফার্মেসি, অর্থনীতি এবং প্রশাসন, প্রকৌশল, শিক্ষা, দন্তচিকিৎসা, বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, মেডিসিন, বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ক্রিয়েটিভ আর্টস এবং আইন নিয়ে পড়াশোন করতে পারবেন।
মালয় বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পশ্চিমে ৯২২ একর জমির উপর অবস্থিত। ১৯০৫ সালের ২৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে কিংডম এডওয়ার্ড কলেজ এবং ৮ অক্টোবর ১৯৪৯ সালে কিংডম এডওয়ার্ড মেডিকেল কলেজ এবং ১৯২৮ সালে রাফেলস কলেজের সাথে মিলিয়ে মালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন ফি প্রদান করা হবে।
* জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* যে কোনো দেশের আন্তর্জাতিক ছাত্ররা মালয়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তর স্কলারশিপের জন্য স্নাতকে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে।
* পিএইচডি-র জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি জমা দিতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট জমা দিতে হবে।
* ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট।
* একটি জীবনবৃত্তান্ত বা সিভি।
* দুটি সুপারিশ চিঠি।
* একটি গবেষণা পরিকল্পনা।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।