স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটি

ব্রিস্টল ইউনিভার্সিটি
ব্রিস্টল ইউনিভার্সিটি  © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সম য়আগামী ২৮ মার্চ।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

‘থিংক বিগ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। এছাড়া স্নাতকোত্তরে ৫ হাজার থেকে ২০ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। স্নাতকের মেয়াদ ৩ বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ ১ বছর।

এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। শুধুমাত্র মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান।

আরও পড়ুন আইইএলটিএস ছাড়াই ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* স্নাতকে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ লক্ষ ২১ হাজার টাকা।
* স্নাতকোত্তরে সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ।
* আবেদন ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে।
* ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরে জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। স্নাতকের জন্য ক্লিক করুন এখানে।  স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ