১৭ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ

  © সংগৃহীত

চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২২-২৩ সেশনে মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এবার এই স্কলারশিপের আওতায় মোট ১৭ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। আর অপেক্ষমান প্রার্থী হিসেবে রয়েছেন আরও ৯ জন।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২২-২৩ সেশনের জন্য ১৭ জন শিক্ষার্থীকে আর ৯ জনকে অপেক্ষমান প্রার্থী হিসেবে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত হয়েছেন।

চীনা দূতাবাস থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রক্রিয়া সর্ম্পকে ওয়েবসােইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে এতে বলা হয়।

জানা যায় প্রতিবছর চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পায়।

এর আগে গত বছর ২০২০-২১ সেশনের জন্য সেশনের জন্য এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য বাংলাদেশি মোট ৫৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ