০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩

স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন জাপানে, উপবৃত্তি বছরে ১২ লাখ

হাক্কাইডো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  © সংগৃহীত

সূর্যদয়ের দেশ জাপানকে বলা হয় বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু। স্বাধীনতার সময় থেকেই সুখে-দুঃখে পাশে আছে দেশটি। চমৎকার নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়ালেখার মান জাপানকে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষস্থানে রেখেছে। দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করত দিয়ে থাকে বিভিন্ন স্কলারশিপ। এবার ২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপানের হাক্কাইডো বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশসহ বিশ্বে সকল শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলছে।

‘মেক্সট’ জাপান স্কলারশিপ' স্কলারশিপটির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তরে ২ বছর ও পিএইচডিতে ৩ বছর অধ্যয়নে সুযোগ পাবেন। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা বিনামূল্যে অধ্যয়নসহ স্বাস্থ্য ও যাতায়াত সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়টি জাপনের হাক্কাইডোর সাপোরো শহরে ১৯১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি দেশটির একটি জাতীয় বিশ্ববিদ্যালয়। গবেষণা ও পড়াশুনোর মানে বিশ্ববিদ্যালয়টি জাপানের পঞ্চম বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে থামছেই না সাইকেল চুরি, দর্শকের ভূমিকায় প্রশাসন

সুযোগ-সুবিধা:

*যেকোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা পাবেন ১ লাখ ৭ হাজার টাকা।
* প্রতিবছরে ১২ লাখ ৮৪ হাজার টাকা পাবেন।
*যাতায়াত সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।

যোগ্যতা:

*স্নাতকোত্তরে জন্য শিক্ষার্থীর স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে।
* বৃত্তিটি প্রাপ্তির জন্য একাডেমিকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
* পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
* আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ র‌্যাংকিংয়ে ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা শেকৃবি

আবেদনে যা লাগবে:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে এখানে ক্লিক করুন।