স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বৃত্তির নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাবৃত্তি যেমন রয়েছে, তেমন অস্ট্রেলিয়ার সরকারের নিজস্ব শিক্ষাবৃত্তিও রয়েছে। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’।
স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ এপ্রিল।
পড়ুন স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এছাড়াও বিমান খরচ, বাসস্থান খরচ, পাঠ্য বই ও অধ্যয়ন সামগ্রীর জন্য একটি উপবৃত্তি, জীবনযাত্রা ভাতা, স্বাস্থ্যবীমা ও গবেষণা ভাতা প্রদান করা হবে। এ স্কলারশিপের অর্থায়ন করবে অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’। এছাড়া এ স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না।
এ স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, তাসমানিয়ান পলিটেকনিক, মেলবোর্ন ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* বিমান খরচ।
* বাসস্থান খরচ, পাঠ্য বই ও অধ্যয়ন সামগ্রীর জন্য একটি উপবৃত্তি।
* জীবনযাত্রা ভাতা।
* স্বাস্থ্যবীমা।
* গবেষণা ভাতা।
যোগ্যতার মানদণ্ড
* তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে। দেশের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া যাবে না।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।