ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়
স্নাতক প্রোগ্রামে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন যুক্তরাস্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলমান রয়েছে।
‘মিশিগান স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২২’ বৃত্তিটি দেয়া হবে বিশ্বের মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের যাদের রয়েছে আকর্ষণীয় একাডেমিক ফলাফল। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ নানা একাডেমিক উপবৃত্তি। স্কলারশিপটি নির্বাচিত শিক্ষার্থীদের ভিসা প্রদানের নিশ্চয়তা প্রদান করবে।
বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের ইয়েস্ট ল্যান্সিং এ ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের কিউএস র্যাংকিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১৫৭তম স্থান লাভ করে।
আরও পড়ন: ৪০তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু ৬ ফেব্রুয়ারি
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিবছর শিক্ষার্থীদের ১২,৫০ থেকে ২৫,০০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমান ১ লাখ থেকে ২১ লাখ টাকা
*ভিসা প্রদান করা হবে।
*ভালো ফলাফলের ওপর উপবৃত্তি প্রদান করা হবে।
*অনুষদ ভিত্তিক উপবৃত্তি প্রদান করা হবে।
*আবাসন, স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
যোগ্যতা:
*যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
* যুক্তরাস্ট্রের স্থানীয় শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন যোগ্য না।
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে।
আর ও পড়ুন: নিপুনের স্বপ্ন পূরণ, একটি আসন বাড়িয়ে যবিপ্রবিতে ভর্তির সিদ্ধান্ত
আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।