মেক্সট বৃত্তি নিয়ে বিনা খরচে পড়ুন জাপানের বিশ্ববিদ্যালয়ে

ওসাকা বিশ্ববিদ্যালয়, জাপান
ওসাকা বিশ্ববিদ্যালয়, জাপান   © সংগৃহীত

জাপানে উচ্চশিক্ষার জন্য অন্যতম সেরা একটি বৃত্তি হলো ‘মেক্সট স্কলারশিপ’। বিশ্বের প্রায় ১৬০টির মতো দেশ থেকে ছাত্রদের জন্য এ বৃত্তি দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত হল ১৯৫৪ সাল থেকে দিয়ে আসা এই বৃত্তিটি।

দ্যা ডেইলী ক্যাম্পাসের পাঠকদের জন্য আজ থাকছে এই মেক্সট স্কলারশিপ নিয়ে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার কথা। বাংলাদেশসহ সব দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপটি পেতে পারেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ নভেম্বর।

এ স্কলারশিপের মাধ্যমে কোনো ধরনের টিউশন ফি ছাড়াই ওসাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করতে বা ভর্তি হতেও লাগবে না কোন ফি। দেয়া হবে মাসিক উপবৃত্তি ও বিমানে যাতায়াত খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা।

শিক্ষার্থীরা ওসাকা বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স, ডেটা সায়েন্স ও বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার সুযোগ পাবেন। মেকানিক্যাল সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, মেডিসিন এবং অ্যালাইড হেলথ সায়েন্স এর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: 

* বৃত্তিপ্রাপ্তদের কোন টিউশন ফি বা ভর্তি ফি দেওয়া লাগবে না।
* আবেদন করতে কোনো ফি লাগবে না।
* স্নাতকোত্তরে পর্যায়ে প্রতি মাসে ১ লক্ষ ৪৭ হাজার ইয়েন (প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকা) মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* পিএইচডিতে প্রতি মাসে ১ লক্ষ ৪৮ হাজার ইয়েন দেয়া হবে, বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকা।
* দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও।

আবেদনের যোগ্যতা: 

* জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্ররা আবেদন করতে পারবেন। 

* মেকানিক্যাল সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, মেডিসিন এবং অ্যালাইড হেলথ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হতে হবে।

* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভাল ফলধারী হতে হবে।

* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভাল ফলধারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ